Guest
সাময়িক সনদ/দ্বি-নকল সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের আবেদনের লগইন ফরম
- সাময়িক সনদের আবেদনের (300/- টাকা) ফি প্রদানের রশিদ ডাউনলোড করতে
- কামিল (২ বছর মেয়াদী) ও কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) সংক্রান্ত তথ্যের জন্য -> জনাব মোঃ আব্দুল হান্নান, সেকশন অফিসার, সনদ শাখা - ০১৮৪২-৮১৬৯২০
- ফাজিল (স্নাতক) পাস ও ফাজিল (স্নাতক) অনার্স তথ্যের জন্য -> জনাব মোঃ হাসিবুর রহমান সাগর, সেকশন অফিসার, সনদ শাখা, - ০১৩২৯-৪৫৭৯১৭
- সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য অনলাইন আবেদনের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি ।
সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী
শুধুমাত্র সনদের জন্য ৩০০/- টাকা পে স্লিপ ডাউনলোড করতে হবে। নম্বরপ্রত্রের জন্য প্রথমবার কোন টাকা পে করতে হবে না।
Sign Up বাটনে ক্লিক করে যে শ্রেণী থেকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন নং, একটি স্বচল মোবাইল নং, আবেদনকারীর নাম ও নতুন পাসওয়ার্ড দিয়ে Sign Up করুন। এই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন নং ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
প্রথমত আপনি নতুন হলে signup করুন। অন্যথায় forget Password বাটনে ক্লিক করে signup করার সময় দেয়া রেজিষ্ট্রেশন নং ও মোবাইল নং দিয়ে change new password বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে মোবাইল নং টি নতুন পাসওয়ার্ড হিসেবে গণ্য হবে।
প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইট www.iau.edu.bd এ গিয়ে নিচে বা বামের দিকে বিভিন্ন ফরম ডাউনলোড লিংক থেকে ফরমটি ডাউনলোড করতে হবে। ফরমের নিচে নিয়মাবলি অনুযায়ী আবেদন করতে হবে। নতুন রেজিষ্ট্রেশন কার্ড বা সংশোধিত রেজিষ্ট্রেশন কার্ড পাওয়ার পর সনদের আবেদন করতে পারবেন।
আবার নতুন করে সাইনআপ (signup) করুন।